'মুছে গ্লানি বলি জরা, অগ্নি স্নানে শুমল পাম্প প্রতি'

'মুছে গ্লানি বলি জরা, অগ্নি স্নানে শুমল পাম্প প্রতি'

আজ পহেলা বৈশাখ। বাংলা বর্ষপঞ্জি যুক্ততা নতুন বাংলা ১৪২৯। 'মুছে গ্লানি বলি জরা, অগ্নি স্নানে শুমল পাম্প প্রতি' বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় বিদায়ী সূর্যের কাছে এ আহ্বান বাঙ্গালী।


সামনে দু'বছর পর ছুটিতে বাঙালি বিশেষভাবে বৈশাখ উদ্যাপন করে। এই শোভাযাত্রায় ঘোড়া ও টেপা পুতুল সহ পাঁচটি হল মোটিফ। রঙ-তুলিরে আঁকাবাঁকা বাঘ, একই রকমের মুখোশের দেখা প্রকাশ শোভাযাত্রায়।



মধ্যবর্তী সীমান্তের মধ্য বরিশালের উজিরপুর দিবষটি উদয় করা হয়। এ মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। পৌর আওয়ামীলীগ সহ উপজেলা আওয়ামীলীগ নেতা এস এম জামাল হোসেন, পৌরসভার ভূমি গিয়াস বেপারী, সহকারী কমিশনার জয়দেব চক্রব, উজিরপুর মডেল থানা অফিসার ইনচার্জ আলিয়াশাদ বিভিন্ন শভেনীর জনগণ উপস্থিত ছিলেন।


Post a Comment (0)
Previous Post Next Post