প্রান্তিক কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির সাথে সম্পৃক্ত করতে নানামুখি উদ্যোগ
প্রান্তিক কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির সাথে সম্পৃক্ত করতে নানামুখি উদ্যোগ গ্রহন করেছেন বর্তমান সরকার। এরই ধারাবাহিকতায় বরিশালের উজিরপুরে দক্ষিনাঞ্চলের ৭টি জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৩দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার আয়োজন করা হয়। যেখানে আধুনিক কৃষি প্রযুক্তির বিভিন্ন দিক তুলে ধরা হয়। স্থানীয় কৃষিবিদগন মনে করেন এ প্রযুক্তির ব্যবহারে কৃষি বিপ্লব ঘটানো সম্ভব হবে। তবে স্থানীয় কৃষকরা এ সকল প্রযুক্তি ব্যবহারে রাষ্ট্রিয় পৃষ্ঠপোষকতার দাবি জানিয়েছেন।
বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, মাদারীপুর ও শরীয়তপুর কৃষি সম্প্রসারন অধিদপ্তরের কৃষি উন্নয়ন প্রকল্পের উদ্যোগে ‘মুজিব শববর্ষের অঙ্গিকার কৃষি হবে দুর্বার‘ এই শ্লোগানকে সামনে রেখে বরিশালের উজিরপুরে ৩দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার আয়োজন করা হয়। এখানে প্রায় ১১টি প্রযুক্তি প্রদর্শিত হয়। যার মধ্যে বেশ কয়েকটি প্রযুক্তি ব্যবহার করে কৃষক তার খরচ কমিয়ে উৎপাদন বৃদ্ধি করতে পারবে বলে মনে করেন স্থানীয় কৃষিবিদগন।
অত্র এলাকায় ভাসমান বেডে সবজি চাষ সফলতা পেয়েছে। এ পদ্ধতিতে পানিতে নিমজ্জিত জমিতে সহজেই সারা বছর স্বল্প খরচে লতাজাতিয় কিংবা লতাবিহীন সবজি চাষ করা যায়।
এছাড়া সমলয় পদ্ধতিতে এখানকার কৃষকরা বেশ আগ্রহ প্রকাশ করছে। তবে রাষ্ট্রিয় পৃষ্ঠপোষকতা পেলে এ প্রযুক্তি ব্যবহার করে কৃষকরা ফসল উৎপাদন বৃদ্ধি করতে পারবেন বলে মনে করেন।
কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করে বরিশাল-২ আসনের সংসদ সদস্য শাহে আলম কৃষকদের আহŸান করে বলেন, আসুন সকলে ঐক্যবদ্ধ হয়ে কৃষি খাতকে সমৃদ্ধ করি।
এ সকল প্রযুক্তি ব্যবহার করে দক্ষিনাঞ্চলে কৃষি বিপ্লব ঘটানো সম্ভব তবে স্বল্প মুনাফায় ঋনদান এবং প্রশিক্ষন দানের এবং কৃষি বিষয়ে সব ধরনের সহযোগীতার দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকরা।