বরিশাল জেলার উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের চৌমুহনী মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার অপারেটর, ৬ষ্ঠ শ্রেনির এক মেধাবী শিক্ষার্থীকে তথাকথিত বেত দিয়ে পিটিয়ে রক্তাক্ত যখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। আহত শিক্ষার্থীকে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা করা হয়। ১৫ নভেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কম্পিউটার অপারেটর আব্দুর রহমান হাওলাদার শিক্ষক না হয়েও ষষ্ঠ শ্রেণিতে গণিত ক্লাস নিতে যেয়ে দুষ্টুমি করার অযুহাতে ছাত্রী মরিয়ম আক্তারকে বেতের লাঠি দিয়ে বে-ধরক পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত যখম করেছে। আহত শিক্ষার্থী বাংলা টিভির উজিরপুর-বানারীপাড়া প্রতিনিধি হৃদয় আহম্মেদের মেয়ে। আহত শিক্ষার্থী মরিয়ম আক্তার সাংবাদিকদের কান্নার কন্ঠে বলে, আমাকে স্কুলের ক্লার্ক আব্দুর রহমান হাওলাদার অহেতুক বেত দিয়ে ১০/১২টি আঘাত করেছে। কিছুক্ষণ পরেই আমার জ্বর ওঠায় বাবার কাছে জানাই। এ ব্যাপারে অভিযুক্ত কম্পিউটার অপারেটর আব্দুর রহমান মুঠোফোনে জানান, ক্লাসে ঢুকে দু্ষ্টুমি করার কারণে মরিয়মকে বেত দিয়ে ৫/৬টি আঘাত করেছি। প্রধান শিক্ষক অলিউল ইসলাম জানান, ২ (দুই) বছর স্কুল বন্ধ থাকায় সকল শিক্ষার্থীরা বেয়াদব হয়ে গিয়েছে, এজন্য মারার নিয়ম না থাকলেও মাঝে মধ্যে মারা লাগে। তিনি আরও জানান আব্দুর রহমান হাওলাদার কোন শিক্ষক নয়, তিনি একজন কম্পিউটার অপারেটর। ক্লাশে বেত নেওয়ার নিয়ম না থাকলেও, নেওয়া লাগে। তবে শিক্ষার্থীকে মারধর করা আইন সম্মত নয়, ঘটনার সত্যতা পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ইসমাইল হাওলাদার জানান, শিক্ষার্থীদের উপর মারধর করা আইনগত নিষেধ।এ ব্যাপারে আমাকে শিক্ষার্থীর পিতা অবহিত করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.বি.এম জাহিদুল ইসলাম জানান, তদন্ত সাপেক্ষে সত্যতা পাওয়া গেলে হামলাকারী কম্পিউটার অপারেটর এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আহত ছাত্রীর পিতা হৃদয় আহম্মেদ জানান, হামলার ঘটনায় উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করা হবে। এদিকে না-বালিকা শিক্ষার্থীর উপর কম্পিউটার অপারেটর এর অমানবিক হামলার ঘটনায় বিচারের দাবী জানিয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন আহত শিক্ষার্থীর পরিবার।
- হোম
- News
- জাতীয় খবর
- _রাজনৈতিক
- __বিএনপি
- __আওয়ামীলীগ
- __অন্যান্য
- _অর্থনৈতিক
- _অপরাধ
- _মফস্বল
- আন্তর্জাতিক খবর
- __এশিয়া মহাদেশ
- __আমেরিকা মহাদেশ
- __ইউরোপ মহাদেশ
- __আফ্রিকা মহাদেশ
- __অন্যান্য
- _Error Page
- খেলা-ধূলা
- _জাতীয় খেলা-ধূলা
- _আন্তর্জাতিক খেলা-ধূলা
- স্বাস্থ্য বার্তা
- _কোভিড-১৯
- _অন্যান্য
- বিনোদন
- গ্যালারী
- _ছবিসমূহ
- _ভিডিওসমূহ